আমাদের সম্পর্কে

আমাদের গবেষণা এবং আমাদের মূল কার্যক্রমের অন্তর্দৃষ্টি।

এক নজরে

কৈশোরকালীন মানসিক স্বাস্থ্যের বিষয়টি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ। মানসিক চাপ কিশোররা বা তাদের অভিভাবকগণ অনেকক্ষেত্রে বুঝতে সক্ষম হচ্ছেন না যে এটি দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এধরনের সংকটময় পরিবেশ কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে,যা অনেকটাই সহজলভ্য।

হতাশা,চাপ,বিষণ্ণতা ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা থেকে কিশোররা বিভিন্ন ধরনের পথ বেছে নেয় এবং ভালো কাজ করার প্রবণতা থেকে সরে আসে। কিশোররা সমাজের একটি বড় অংশ। যাদের মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এরকম একটি অনুভূতি থেকেই আমরা কয়েকজন একটি প্লাটফর্মে একত্রিত হয়ে কিশোরদের মানসিক সমস্যা সম্পর্কে সচেতন করা ও তাদেরকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য করছি। যাতে পরে তারা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।

এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের একটি মাধ্যমে এই ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। এটি একটি অলাভজনক জন সচেতনতামূলক কার্যক্রম।

সমগ্র পৃথিবীতে ১০-১৯ বছর বয়সের ৭ জনের ১ জন মানসিক সমস্যায় আক্রান্ত। এই বয়সের কিশোরদের মধ্যে হতাশা, দুঃশ্চিন্তা ও আচরণগত সমস্যাগুলো বেশি দেখা যায়। এছাড়া আত্মহত্যা করার প্রবণতাও চলে আসে।

কিশোর বয়সে এই মানসিক সমস্যাগুলিকে কমিয়ে না আনলে এর কারণে তাদের ভবিষ্যতের (প্রাপ্তবয়স্ক) শারীরিক ও মানসিক স্বাস্থ্য বাঁধাগ্রস্ত হয়, যা তাদের স্বাভাবিক জীবন ধারণকে কঠিন করে ফেলে। তারা সমাজে পরিপূর্ণভাবে অবদান রাখতে পারে না। এভাবে চলতে থাকলে দেশের জাতীয় উন্নয়নেও তাদের অবদান সীমিত হয়ে পড়ে। 

গবেষকরা

ড. এস এম আবুল কালাম আজাদ

প্রধান গবেষক (বায়োটেকনোলজি গবেষণা প্রজেক্ট: ২০২১-২০২২) এবং
সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

জোবেদা খাতুন

সহ-গবেষক (বায়োটেকনোলজি গবেষণা প্রজেক্ট: ২০২১-২০২২) এবং
চেয়ারপারসন, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

উপদেষ্টা পরিষদ

ড. গ্রাহাম ই পাওয়েল

ভিজিটিং প্রফেসর, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং চার্টার্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ইউকে।

ড. আবু ইউসুফ মাহমুদ

সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান
শিক্ষা মনোবিজ্ঞানী (গবেষণা ও প্রশিক্ষণ)
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ (NAAND), ঢাকা।

ড. মোঃ জহির উদ্দিন

সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ।

bn_BDবাংলা